ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ ক্যাম্পাসে পৌঁছানোর পর গণমাধ্যমের সামনে বিচারের দাবি জানিয়েছেন তার বাবা মো. মোবারক হোসেন। তিনি বলেন, “এখন আমার একটাই চাওয়া—ন্যায়বিচার। ন্যায়বিচার ছাড়া আমার আর কিছু চাওয়ার নাই।”
আজ সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে জুবায়েদের মরদেহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয়। সেখানে তার সহপাঠী, শিক্ষক ও নেতাকর্মীরা শেষবারের মতো একবার তাকে দেখে শ্রদ্ধা জানান।
মোবারক হোসেন বলেন, “একটু আগে আমার সঙ্গে এই এলাকার ডিসির সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, ধৈর্য ধরতে বলেছেন। প্রকৃত খুনিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
এর আগে গতকাল রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গেলে তিনি তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।
জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।


