15 C
Dhaka
Friday, January 16, 2026

নোবিপ্রবির জন্য ৩৪২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন

advertisment
- Advertisement -spot_img

নোয়াখালী, ২৪ অক্টোবর:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ৩৪২ কোটি টাকার একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিদের সামনে এ সুখবর জানান নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সম্প্রতি অনুষ্ঠিত প্রি-একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায় বলে জানিয়েছেন উপাচার্য। তিনি বলেন, “বহু প্রতীক্ষার অবসান ঘটল। এই অনুমোদনের মাধ্যমে নোবিপ্রবির শিক্ষাব্যবস্থা ও গবেষণা অবকাঠামোতে আমূল পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিবেশ তৈরি হবে।”

প্রকল্প সূত্রে জানা গেছে, ৩৪২ কোটি টাকার এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, গবেষণা ও সহায়ক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পের প্রধান বরাদ্দসমূহ:

  • একাডেমিক ভবন-৩ নির্মাণ: ১৫২ কোটি ৬৩ লাখ টাকা
  • স্কুল ও কলেজ নির্মাণ: ৮ কোটি ৭৩ লাখ টাকা
  • মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ: ৩ কোটি ৩ লাখ টাকা
  • কেন্দ্রীয় লাইব্রেরি আধুনিকায়ন: ২ কোটি ৮১ লাখ টাকা
  • ১০০ কেভি সাব-স্টেশন স্থাপন: ১ কোটি ৪৮ লাখ টাকা
  • শিক্ষক ও কর্মচারী ভবনে লিফট স্থাপন: ২ কোটি ৫২ লাখ টাকা
  • ১৫০ কেভি জেনারেটর ক্রয়: ৬২ লাখ টাকা
  • এলইডি লাইট স্থাপন: ৭২ লাখ টাকা
  • আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সংযোগ: ৬ কোটি টাকা
  • বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়: ১১৭ কোটি টাকা
  • অগ্নিনির্বাপণ সরঞ্জাম: ৩৫ লাখ টাকা

ঘোষণার পর কেন্দ্রীয় মসজিদের খতিব উপস্থিত মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। বিশ্ববিদ্যালয়জুড়ে এ সংবাদে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ