চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হলে শক্তিশালী জনসম্পদ তৈরি করা এবং পুরো পৃথিবী থেকে ইসরায়েলি পণ্য বয়কট করা প্রয়োজন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় উপাচার্য বলেন, “গাজায় ইসরায়েলি আক্রমণ একটি মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্ব বিভিন্ন ইস্যুতে সরব থাকলেও ফিলিস্তিনের বিষয়ে তাদের নীরবতা কেন? আমরা সব সময় মানবতাবিরোধী কাজের প্রতিবাদ জানিয়ে থাকি।”
বিক্ষোভ সমাবেশে চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “বিশ্ব সভ্যতার যারা ভাষা দেয়, তারা আজ মানবতার বিরুদ্ধে কাজ করছে। তবে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করতে না পারলেও নিজেদের জীবন থেকে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারব।”
বিক্ষোভের শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশটি শেষ হয়।