25.3 C
Dhaka
Tuesday, July 8, 2025

পদত্যাগ করলেন কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্য

advertisment
- Advertisement -spot_img

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলম।

বুধবার (২৩ এপ্রিল) রাতে তারা শিক্ষা মন্ত্রণালয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখার এক কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক।

তিনি বলেন, “সরকার নানা পদক্ষেপ নেওয়ার পরও যখন সমস্যা সমাধান হচ্ছিল না, তখন মন্ত্রণালয় তাদের বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়। এরপরই তারা পদত্যাগ করেন।”

নিয়ম অনুযায়ী, এ পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। রাষ্ট্রপতি তা গ্রহণ করলে পদত্যাগ কার্যকর হবে।

প্রসঙ্গত, কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন। এমনকি তাঁরা আমরণ অনশন কর্মসূচিও পালন করেন। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও শিক্ষার্থীরা তাতে সাড়া দেননি। শেষ পর্যন্ত তাদের আন্দোলনের জোরেই উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করতে বাধ্য হলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ