25.3 C
Dhaka
Tuesday, July 8, 2025

আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

advertisment
- Advertisement -spot_img

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এবারের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৯৩ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপাচার্যের কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবারের ফাজিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছেন ১ লাখ ১৭ হাজার ২৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৮২৮ জন।

বর্ষভিত্তিক পাসের হার:

  • প্রথম বর্ষ: ৯০.৪৮%
  • দ্বিতীয় বর্ষ: ৯৪.৭৪%
  • তৃতীয় বর্ষ: ৯৬.৫৫%

মেধাতালিকায় শীর্ষে রয়েছে:

  • প্রথম বর্ষে: পিরোজপুর জেলার ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা
  • দ্বিতীয় ও তৃতীয় বর্ষে: চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা

ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধানসহ শিক্ষক ও কর্মকর্তারা।

উল্লেখ্য, এবারের ফাজিল পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৪ জানুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত। শিক্ষার্থীরা ফলাফল সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) দেখতে পারবেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ