24 C
Dhaka
Friday, January 16, 2026

টিএনজেড গ্রুপের কারখানা গাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করেছে সরকার

advertisment
- Advertisement -spot_img

সরকার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে তিনটি পোশাক কারখানাকে মোট ১২ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দিয়েছে। অন্যদিকে, টিএনজেড গ্রুপের একটি কারখানা গাড়ি বিক্রি করে তাদের শ্রমিকদের পাওনা পরিশোধ করেছে।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, রোয়ার ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠানের জন্য ১ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা কেন্দ্রীয় তহবিল থেকে দেয়া হয়েছে। তবে এ পদক্ষেপ শুধুমাত্র এই প্রতিষ্ঠানের জন্য গ্রহণ করা হয়েছে, অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য প্রসারিত করা যাবে না।

এছাড়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গত ২৫ মার্চ টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেডের মালিকের অসুস্থতার কারণে গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের কথা জানায়।

তিনি আরও জানান, মাহমুদ গ্রুপের দুটি প্রতিষ্ঠানেও শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক নগদ সহায়তা হিসেবে ১১ কোটি টাকা ছাড় করেছে।

পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, সবাই তাদের পাওনা পাবেন। যারা এখনও পাননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া, সড়কযান ও ট্রাফিক সমস্যা নিয়ে তিনি পুলিশের ডিসি সাউথকে অনুরোধ করেন যাতে যানজট এবং রাস্তার অবস্থা উন্নত করা হয়।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ