24 C
Dhaka
Friday, January 16, 2026

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে কার্যকর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো। আমরা বিষয়টি ঘিরেই নানা কার্যক্রম হাতে নিয়েছি।”

তিনি জানান, এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে আরও ১০০টি পণ্যকে শুল্কমুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যে ইতিবাচক পরিবর্তনের আশা করছে বাংলাদেশ।

চিঠির সাড়া পাওয়া গেছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “না, এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া পাইনি। তবে বিষয়টি নিয়ে আমরা বিশ্লেষণ করছি—কোন পণ্যগুলো আমাদের ঘাটতি কমাতে সহায়তা করতে পারে।”

তিনি আরও বলেন, “১০০টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হলে এর প্রভাব অবশ্যই ইতিবাচক হবে বলেই আমরা আশা করছি। এ কারণেই এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে আরও ভারসাম্য আনার লক্ষ্যে সরকার নীতিনির্ধারণী পর্যায়ে ধারাবাহিক কাজ চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন শেখ বশিরউদ্দীন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ