24 C
Dhaka
Friday, January 16, 2026

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে বাংলাদেশে কোনো সমস্যা নেই: বাণিজ্য উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

ভারত কর্তৃক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশে কোনো সমস্যা অনুভূত হচ্ছে না। তিনি বলেন, বাংলাদেশের পণ্য ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে যাওয়া ব্যবস্থা বাতিল করা হলেও বাংলাদেশ কোনো সমস্যা অনুভব করছে না এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, “এটা হঠাৎ করে আমাদের ওপর আরোপিত হয়েছে, তবে আমরা সব অংশীজনের সঙ্গে আলোচনা করেছি এবং এ বিষয়ে কোনো সমস্যা অনুভব করছি না। আমরা প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে কাজ করছি এবং আশা করি এই সমস্যা দ্রুত সমাধান হবে।”

ভারত থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধায় সড়ক পথে প্রতি বছর ৪০ থেকে ৫০ হাজার টন পণ্য রপ্তানি হতো, যার মধ্যে ইউরোপীয়ান দেশগুলো ছিল প্রধান গন্তব্য। তবে, বাণিজ্য উপদেষ্টা আশাবাদী যে, বাংলাদেশের নিজস্ব সক্ষমতা বাড়িয়ে দ্রুত এই সমস্যা সমাধান হবে।

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর বাংলাদেশ কোনো চিঠি পাঠানোর পরিকল্পনা করছে কিনা, জানতে চাইলে শেখ বশিরউদ্দীন জানান, “আমরা এখনো বিবেচনা করছি না।”

এছাড়া, যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের বিষয়ে তিনি বলেন, “এটা আমাদের বাণিজ্যিক স্থিরতা ফিরিয়ে আনবে। আমরা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে মিটিং করেছি এবং দ্রুত তাদের দেশে গিয়ে আমাদের অবস্থান তুলে ধরব।”

উপদেষ্টা আরও জানান, তাদের মূল লক্ষ্য হচ্ছে বাণিজ্য ঘাটতি সমন্বয় করা, এবং সেই লক্ষ্যে তারা কাজ করছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ