28.8 C
Dhaka
Thursday, July 31, 2025

দেশের অর্থনৈতিক অগ্রগতি সন্তোষজনক: অর্থ উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

দেশের অর্থনীতির সামগ্রিক অগ্রগতিকে ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “বাংলাদেশ ৫৩ বছরের বেশি সময় ধরে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছে। কিন্তু সেই চ্যালেঞ্জ সত্ত্বেও অনেক উল্লেখযোগ্য অর্জন হয়েছে, যেগুলোকে মাইলফলক হিসেবে বিবেচনা করা উচিত।”

শনিবার (১৯ এপ্রিল) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘Empowering Bangladesh: Pathway to Leadership, Unity and Growth’ শীর্ষক একটি অনলাইন আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “আমরা ইতোমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশের স্তর পার করে উন্নয়নশীল দেশের পথে এগিয়ে চলেছি। এটি আমাদের অর্থনৈতিক সক্ষমতার প্রতিফলন।”

সরকারের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলার প্রসঙ্গে তিনি বলেন, “ক্ষমতা গ্রহণের পর আমরা প্রশাসনিক বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক-অর্থনৈতিক নানা সংকটের মুখে পড়ি। তবে সরকার সেগুলোর সমাধানে কাজ করে যাচ্ছে।”

সংস্কার উদ্যোগ নিয়ে উপদেষ্টা বলেন, “স্বল্পমেয়াদী এই সরকার সবক্ষেত্রে পরিবর্তন আনতে পারবে না, তবে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করবে যাতে ভবিষ্যতের রাজনৈতিক সরকার তা অনুসরণ করতে পারে।”

দীর্ঘমেয়াদি আইনি ও কাঠামোগত সংস্কার রাজনৈতিক সরকারের দায়িত্ব বলে মন্তব্য করে তিনি বলেন, “আমরা এখন যেটুকু সময় পেয়েছি, তাতে জনস্বার্থে কিছু বাস্তবমুখী পদক্ষেপ নিতে চাই।”

দেশের তরুণদের প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “তরুণদের সম্ভাবনা বিশাল। যদি আমরা তাদের প্রযুক্তি, দক্ষতা, শিক্ষা ও আধুনিক কৌশল শেখাতে পারি, তবে তারা ভবিষ্যতের বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ