24 C
Dhaka
Friday, January 16, 2026

২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা

advertisment
- Advertisement -spot_img

২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রস্তাবিত আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম। এডিপির এই আকার পরিকল্পনা মন্ত্রণালয়ের সভায় অনুমোদন পেয়েছে।

প্রস্তাবিত এডিপির মধ্যে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ থাকবে সরকারি তহবিল (জিওবি) থেকে এবং ৮৬ হাজার কোটি টাকা আসবে প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি ঋণ থেকে।

জানা গেছে, আগামী অর্থবছরের এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা হবে ১ হাজার ১৪২টি। এডিপিতে অগ্রাধিকার পাচ্ছে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং স্বাস্থ্য খাত।

উল্লেখ্য, চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা পরে হ্রাস করা হয়।

আগামী কিছু দিনের মধ্যেই জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এডিপিটি চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ