26.8 C
Dhaka
Sunday, July 13, 2025

জয়পুরহাটে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল

advertisment
- Advertisement -spot_img

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়েও দুই বিষয়ে ফেল করেছেন। ওই শিক্ষার্থীর নাম জিৎ চন্দ্র মহন্ত। তিনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফার্ম মেশিনারি ট্রেডে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১৪টি বিষয়ে অংশ নিয়ে জিৎ শুধু গণিত বিষয়ে অকৃতকার্য হন। এরপর ২০২৫ সালে তিনি কেবল গণিত বিষয়েই পুনরায় পরীক্ষায় অংশ নেন।

কিন্তু গত বৃহস্পতিবার প্রকাশিত ফলে দেখা যায়, তিনি গণিতের পাশাপাশি কৃষি বিষয়েও ফেল করেছেন। অথচ তার প্রবেশপত্রে কৃষি বিষয় অন্তর্ভুক্তই ছিল না।

জিৎ চন্দ্র মহন্ত বলেন, “আমি ২০২৪ সালের পরীক্ষায় শুধু গণিতে ফেল করেছিলাম, তাই ২০২৫ সালে কেবল সেই বিষয়েই পরীক্ষা দিয়েছি। কিন্তু ফলাফলে কৃষিতেও ফেল দেখানো হয়েছে। যেটা আমার পরীক্ষার বিষয়ই ছিল না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল দেখে বিস্মিত হয়েছি।”

বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, “বোর্ডের কারিগরি ত্রুটির কারণে এমন হতে পারে। নম্বরপত্র দেওয়ার সময় সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, “আমি বিষয়টি শুনেছি এবং খোঁজ নিচ্ছি। কৃষি যদি চতুর্থ বিষয় হয়, তাহলে সেটিতে ফেল করলেও চূড়ান্ত ফলাফলে প্রভাব পড়ার কথা নয়। গণিতে পাস করলেই সামগ্রিক ফল পাস দেখাবে। আমরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানাব।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ