20 C
Dhaka
Thursday, January 15, 2026

বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষতির মুখে শিক্ষার্থীরা

advertisment
- Advertisement -spot_img

বার্ষিক পরীক্ষার সময় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনের মতো (মঙ্গলবার, ২ ডিসেম্বর) দেশের অধিকাংশ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বছরের শেষ প্রান্তে এসে দুই স্তরের শিক্ষা কার্যক্রমে এমন অচলাবস্থা অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। তাদের অভিযোগ, পরীক্ষার মতো সংবেদনশীল সময়ে কর্মবিরতি শিক্ষার্থীদের চরম ক্ষতির মুখে ফেলছে।

তবে রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, তাদের কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে বুধবার (আজ) থেকে মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির বলেন, বার্ষিক পরীক্ষার সময় কর্মবিরতি শিক্ষার্থীদের জন্য ‘মারাত্মক ক্ষতিকর’। করোনার সময়ের শিক্ষাহানির দিকটি উল্লেখ করে তিনি বলেন, “দাবি-দাওয়া ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময়ে কর্মবিরতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”


প্রাথমিক শিক্ষকদের আন্দোলন

  • দাবি:
    • সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তত ১১তম গ্রেডে উন্নীত করা
    • চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর
    • সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা

বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে আছেন, যেখানে মূল বেতন ১১,০০০ টাকা থেকে শুরু।

২৭ নভেম্বর থেকে তারা কর্মবিরতি পালন করছেন এবং সোমবার থেকে পরীক্ষাও বর্জন শুরু করেন। গতকাল (মঙ্গলবার)ও বহু প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা হয়নি। দাবি বাস্তবায়নের অংশ হিসেবে তারা জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন এবং আজ উপজেলা শিক্ষা অফিসে “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি পালন করবেন।


মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন ও স্থগিত সিদ্ধান্ত

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে সোমবার থেকে কর্মবিরতি শুরু করেন। দাবিগুলো হলো—

  • সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা ও নবম গ্রেড নিশ্চিত
  • শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদায়ন
  • সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান
  • ২০১৫ সালের আগের মতো অতিরিক্ত ইনক্রিমেন্ট ও বেতন সুবিধা পুনর্বহাল

কর্মবিরতির কারণে রাজধানীর বহু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গতকালও বার্ষিক পরীক্ষা হয়নি। ফার্মগেটের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলসহ বেশির ভাগ পুরোনো সরকারি স্কুলের পরীক্ষাই বন্ধ ছিল, যা অভিভাবকদের ক্ষোভ আরও বাড়ায়।

রাত পৌনে ১০টার দিকে সমিতি ঘোষণা দেয়—
শিক্ষার্থী ও পরিবারের মানসিক চাপ বিবেচনায় কর্মবিরতি স্থগিত করা হলো এবং বুধবার থেকে পরীক্ষা শুরু হবে।
একই সঙ্গে তারা দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে ন্যায্য দাবি সমাধানের দাবি জানান।


পরিস্থিতি এখনো সংকটময়

মাধ্যমিক স্তরে কর্মবিরতি উঠলেও প্রাথমিক স্তরে কর্মবিরতি অব্যাহত থাকায় দেশের শিক্ষা কার্যক্রম এখনো দুই স্তরেই সংকটে রয়েছে। পরীক্ষাকেন্দ্রিক এই অচলাবস্থা শিক্ষার্থী ও অভিভাবকদের অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ