20 C
Dhaka
Thursday, January 15, 2026

এইচএসসি নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে, ১০ মার্চের মধ্যে ফলাফল প্রকাশ

advertisment
- Advertisement -spot_img

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট (নির্বাচনী) পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে। একই সঙ্গে আগামী ১০ মার্চের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু করতে হবে এবং এর ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ১১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ