25 C
Dhaka
Saturday, January 17, 2026

সবাইকে অটোপাস করালে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর ফলাফল অবমূল্যায়ন হবে- শিক্ষা উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

এইচএসসি পরীক্ষায় সবাইকে পাস করার দাবি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছু আলোচনা হলে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যদি সবাইকে অটোপাস করা হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের ফলাফল কম গুরুত্বের হবে।

সোমবার (১৪ অক্টোবর) এক সাক্ষাৎকারে তিনি জানান, এইচএসসি পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে কিছু শিক্ষার্থীর দাবি উঠেছে যে, সকলকে পাস করতে হবে।

তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষার বাকি পরীক্ষাগুলো নেওয়া হলে ভাল হত। সচিবালয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষকে পরীক্ষা বাতিলের ঘোষণা দিতে হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ পূর্বের দৃষ্টান্ত অনুসরণ করে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফল একত্রিত করে চূড়ান্ত ফলাফল তৈরি করেছে।

এসএসসিতে যারা কোনো বিষয়ে পাস করতে পারেনি এবং পরবর্তী বছরে পরীক্ষা দেওয়ার সুযোগ নিয়েছে, তাদের ফলাফলও বিবেচনায় নেওয়া হয়েছে। তাই চূড়ান্ত ফলাফলে যারা পাস করতে পারবে না, তাদের বঞ্চিত বলা যাবে না।

শিক্ষা উপদেষ্টা জানান, যদি সবাইকে এখন অটোপাস দেওয়া হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ যাঁরা কৃতকার্য হয়েছেন, তাঁদের ফলাফল মূল্যহীন হয়ে যাবে। তাই তিনি এমন দাবির কোনও যুক্তি দেখছেন না।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ