আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে ধর্ষণ ও মারধরের অভিযোগে করা মামলায় জামিন দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এই আদেশ দেন তিনি। মামলার বাদী ইসরাত জাহান প্রিয়া কারাগারে বসেই বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় জামিনে মুক্তি পেলেন নোবেল।
আদালতে নোবেল ও প্রিয়াকে হাসিমুখে কথা বলতে দেখা যায়। বিচারক প্রিয়ার মতামত জানতে চাইলে তিনি জানান, জামিনে তার কোনো আপত্তি নেই। উভয়পক্ষের আইনজীবীরাও আদালতকে জানান, “এটি ছিল এক ধরনের ভুল বোঝাবুঝি, যা এখন মীমাংসিত।”
আদালত থেকে বের হওয়ার সময় প্রিয়ার হাত ধরে ছিলেন নোবেল। জামিন মঞ্জুর হওয়ার পর দুজনেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
বাবা হচ্ছেন নোবেল?
জামিনের পর নোবেলের আইনজীবীরা সাংবাদিকদের জানান, খুব শিগগিরই তাদের দাম্পত্য জীবনে নতুন সদস্য আসছে—প্রিয়া অন্তঃসত্ত্বা। যদিও এই বিষয়ে এখনো নোবেল বা প্রিয়া কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
কারাগারে বিয়ে ও দেনমোহর
গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন নোবেল ও প্রিয়া। দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা। তবে কারাগারে এই বিয়ের বৈধতা ও প্রক্রিয়া নিয়ে সামাজিকমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।
বর্তমানে জামিনে মুক্ত নোবেল সাংবাদিকদের এড়িয়ে চলছেন। তবে সামনে তিনি নতুন জীবনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন ঘনিষ্ঠজনেরা।