18 C
Dhaka
Thursday, January 15, 2026

‘নাটক কম করো পিও’—তিশাকে উদ্দেশ করে শাওনের মন্তব্য

advertisment
- Advertisement -spot_img

জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন বর্তমানে পর্দায় খুব বেশি দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সবসময়ই সক্রিয়। শোবিজ অঙ্গন থেকে শুরু করে রাজনীতি—বিভিন্ন ইস্যুতে নিয়মিত মতামত দেন তিনি। এবার ‘মুজিব’ সিনেমায় শেখ ফজিলাতুননেসা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে উদ্দেশ করে সমালোচনামূলক পোস্ট করেছেন শাওন।

রবিবার (১০ আগস্ট) তিশার একটি ভিডিও শেয়ার করে শাওন লিখেছেন,
‘এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোট বোনের সঙ্গে একই ব্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে—এই চটপটে মেয়েটাও আমাকে আপুনি ডাকত। আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম।’

তিশা প্রসঙ্গে শাওন আরও লিখেছেন,
‘১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর আত্মীয় ছিলেন (খুব সম্ভবত খালা)। তখনও প্রায়ই বিভিন্ন প্ল্যাটফর্মে এই মিশুক মেয়েটার সঙ্গে দেখা হতো। আমার পরিচালনায় “একলা পাখী” ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিলাম। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম, তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে “ইনু মামা, ইনু মামা” বলে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন।’

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে শাওন লেখেন,
‘ছবিটি এখনো দেখা হয়নি, দেখার ইচ্ছাও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম—শখ মিটে গেছে।’

সবশেষে হ্যাশট্যাগ দিয়ে তিশার উদ্দেশে শাওনের মন্তব্য,
‘#নাটক_কম_করো_পিও’।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ