20 C
Dhaka
Thursday, January 15, 2026

ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও নির্বাচনি মাঠে নামছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। আগের মতো এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে জানিয়েছেন। তবে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে এখনও আলোচনা চলছে বলেও জানান তিনি।

এই আসনের সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এ ছাড়া জামায়াতে ইসলামী, এনসিপি সহ আরও কয়েকটি দলের প্রার্থী থাকছেন। যদিও অনেক দল তাঁর সঙ্গে যোগাযোগ করছে, তবুও এখন পর্যন্ত স্বতন্ত্রভাবেই লড়ার প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম।

হিরো আলম বলেন, “নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় নয়—এটা একটি প্রতিবাদের মাধ্যম। দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক—এটাই সবার প্রত্যাশা। আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই। মানুষ আসুক, ভোট দিন, উৎসব হোক।”

রাজনীতিতে তাঁর অবস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন, “অনেক দলের নেতাদের সঙ্গে কথা চলছে। এখনো সিদ্ধান্ত নেইনি। দলের প্রস্তাবগুলো বিবেচনা করছি। ব্যাট-বল মিলে গেলে দলে যেতে পারি, নইলে স্বতন্ত্র থকব।”

নিজেকে নিম্নবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি দাবি করে হিরো আলম বলেন, “আমি সংসদে যেতে চাই দেশের গরিব, অবহেলিত ও পরিশ্রমী মানুষের জন্য। তারাই দেশের আসল শক্তি, কিন্তু সেবা পেতে গিয়ে তারা সবচেয়ে বেশি উপেক্ষিত। তাদের জন্য মাঠে থাকতে চাই।”

ঢাকা-১৭ আসনে ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ অন্তর্ভুক্ত। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। আগেও এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ