20 C
Dhaka
Thursday, January 15, 2026

নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী

advertisment
- Advertisement -spot_img

সম্প্রতি নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব), সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই–লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নেন। পাশাপাশি ‘ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল’ পুরস্কারও অর্জন করেন। কিছুদিন শোবিজে কাজ করলেও পড়াশোনার ব্যস্ততায় নিয়মিত থাকতে পারেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি প্রশাসন ক্যাডারে নিয়োগের সুপারিশ পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে নীলফামারী জেলার ছয় উপজেলার মধ্যে তিনটিতে রদবদল আনা হয়েছে।

আজ ৪ ডিসেম্বর সোহানিয়ার কিশোরগঞ্জে যোগদানের কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোহানিয়ার বাবা ডা. আজিজুল হক খান একজন সরকারি কর্মকর্তা এবং মা সালমা সুলতানা গৃহিণী। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জনসহ ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী।

সংস্কৃতির সঙ্গেও তার গভীর সম্পর্ক ছিল। গান ও একক অভিনয়ে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন। কাবস্কাউটে জাতীয় পর্যায়ে রানার্সআপ হয়েছেন। পাশাপাশি নাচেও ছিলেন সেরা।

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জনের পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ