35.6 C
Dhaka
Tuesday, April 29, 2025

‘ফায়েজ বেলালের সব অভিযোগ মিথ্যা’, মুখ খুললেন রোজার ভাই

advertisment
- Advertisement -spot_img

নতুন বছরের শুরুতেই জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান বিয়ের পিঁড়িতে বসেছেন। গত শনিবার (৬ জানুয়ারি) পারিবারিক আয়োজনে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তাহসানের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই নেট দুনিয়ায় তাদের নিয়ে চলছে নানা আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে রোজার প্রাক্তন প্রেমিক পরিচয় দিয়ে ফায়েজ বেলাল নামে এক যুবক অভিযোগ করেছেন, রোজার সঙ্গে তার ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস আগে এই সম্পর্ক ভেঙে যায়, আর এর কারণ ছিলেন তাহসান। ফায়েজ আরও দাবি করেন, রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন এবং তাকে প্রতারণা করেছেন।

তবে ফায়েজের এসব অভিযোগের জবাবে মুখ খুলেছেন রোজার ছোট ভাই উৎস আহমেদ। বুধবার (৮ জানুয়ারি) উৎস একটি ভিডিও স্ক্রিনশট শেয়ার করে ফায়েজের অভিযোগগুলো মিথ্যাচার বলে দাবি করেন।

ভিডিও স্ক্রিনশটে দেখা যায়, উৎস এবং ফায়েজের কথোপকথনে ফায়েজ স্বীকার করেছেন, রোজার কাছে কোনো পাওনা নেই এবং তিনি সমস্ত অর্থ ফেরত দিয়েছেন। উৎস লিখেছেন, ‘ফায়েজ বেলাল ভাইরাল হওয়ার উদ্দেশ্যে মিথ্যাচার করছেন। তার প্রতিটি অভিযোগ ভিত্তিহীন। আসলে ফায়েজ একাধিকবার আপুকে প্রতারণা করেছেন, যা আমাদের জানা। আপুর সম্মানের কথা ভেবে আমরা এর বিস্তারিত প্রকাশ করছি না।’

উৎস আরও বলেন, ‘আমার বোন রোজা আপু বাবার মতো আমাদের আগলে রেখেছেন। তার ওপর এমন মিথ্যাচার বরদাশত করা যায় না। ফায়েজের দাবি প্রমাণ করতে স্ক্রিনশটই যথেষ্ট।’

নবদম্পতি তাহসান ও রোজা তাদের নতুন জীবনের শুরুতে নেটিজেনদের শুভেচ্ছা পেলেও এই বিতর্ক যেন তাদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে এসেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ