24 C
Dhaka
Friday, January 16, 2026

ছয় হলে ভিপি-জিএস পদে সাদিক, আবিদ, হামিম ও ফরহাদের প্রাপ্ত ভোট

advertisment
- Advertisement -spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছয়টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে অমর একুশে, শহীদুল্লাহ্, ফজলুল হক মুসলিম, সুফিয়া কামাল, শামসুন্নাহার ও জিয়া হলের ফল প্রকাশ করেন সংশ্লিষ্ট হল নির্বাচন কমিশনাররা।

সুফিয়া কামাল হল

  • ভিপি পদে: সাদিক কায়েম ১২৭০, উমামা ফাতেমা ৫৪৭, আবিদুল ইসলাম ৪২৩ ভোট।
  • জিএস পদে: এ এম ফরহাদ ৯৬৪, শেখ তানভীর বারী হামিম ৪০২, আবু বাকের ২১৬, মেঘমল্লার বসু ৫০৭, আরাফাত ৪২৮ ভোট।
  • এজিএস পদে: মহিউদ্দিন খান ১১৩৫, তানভীর আল হাদী মায়েদ ৩৯৭ ভোট।

অমর একুশে হল

  • ভিপি পদে: সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১ ভোট।
  • জিএস পদে: ফরহাদ ৪৬৬, আবু বাকের মজুমদার ১৮৭, হামিম ১৮০ ভোট।

মুসলিম হক হল

  • ভিপি পদে: সাদিক কায়েম ৮৮১, আবিদুল ইসলাম ১৪১, কাদের ৪৭ ভোট।
  • জিএস পদে: ফরহাদ ৪৮৯, হামিম ২২৮, আবু বাকের ৩৪৫ ভোট।

জিয়া হল

  • ভিপি পদে: সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১, উমামা ফাতেমা ১৫৩, আব্দুল কাদের ৪৭, জামাল ২২, শামীম ১৪১ ভোট।
  • জিএস পদে: ফল আংশিক ঘোষণা।

শামসুন্নাহার হল

  • ভিপি পদে: সাদিক কায়েম ১১১৪, আবিদুল ইসলাম ৪৩৪, উমামা ফাতেমা ৪০৩, শামীম ৪১২, কাদের ৫৯, ইয়ামিন মোল্লা ৪ ভোট।
  • জিএস পদে: ফরহাদ ৮১৪, হামিম ৩১২, মেঘমল্লার বসু ৫১৭ ভোট।

শহীদুল্লাহ্ হল

  • ভিপি পদে: সাদিক কায়েম ৯৬৬, আবিদুল ইসলাম ১৯৯, শামীম ১৬১, উমামা ফাতেমা ১৪০, আব্দুল কাদের ৫৬ ভোট।
  • জিএস পদে: ফরহাদ, হামিম, আবু বাকের, মেঘমল্লার বসু ও আরাফাত প্রতিদ্বন্দ্বিতা করেন (বিস্তারিত ফল অপেক্ষমাণ)।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোটগ্রহণ হয়। ২৮টি পদে লড়াইয়ে অংশ নেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। ভোটার ছিলেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী, যার মধ্যে ৮০ শতাংশের বেশি ভোট প্রদান করেছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ