27 C
Dhaka
Sunday, July 20, 2025

ঈদ মিছিলে ঐতিহ্যের ছোঁয়া, থাকছে ঐরাবত: আসিফ মাহমুদ

advertisment
- Advertisement -spot_img

ঈদ উৎসবকে আরও বর্ণাঢ্য করতে রাজধানীতে আয়োজিত ঈদ মিছিলে যোগ দিচ্ছে ঐরাবত হাতি।

সময়ের সীমাবদ্ধতা সত্ত্বেও স্থানীয় সরকার বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দিনরাত প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

বুধবার (২৬ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, পুরোদমে ঈদ মিছিলের আয়োজন চলছে। তিনি লেখেন, “মিছিলে থাকছে ঐরাবতও, আপনি আসছেন তো?”

এছাড়াও, ঢাকার উত্তর অংশের মানুষের জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে সুলতানি ও মোঘল ঐতিহ্য অনুসারে ঈদ আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এই জামাতে লাখো মানুষের জন্য নামাজের ব্যবস্থা থাকবে, পাশাপাশি মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে। ঈদ মিছিলকে আকর্ষণীয় করতে হাতি, ঘোড়া ও ব্যান্ড পার্টির অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ