28.7 C
Dhaka
Wednesday, July 23, 2025

বাংলাদেশিদের উল্লেখযোগ্যসংখ্যক ভিসা দেওয়া হচ্ছে : ভারত

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশি নাগরিকদের উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে নিয়মিত সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, “ভারতের সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ, মেডিক্যাল ইমার্জেন্সি এবং শিক্ষাসহ বিভিন্ন উদ্দেশ্যে উল্লেখযোগ্যসংখ্যক ভিসা প্রদান অব্যাহত রেখেছে।”

উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। এ সময় ভারতীয় ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ে, এবং অনেক বাংলাদেশি চরম ভিসা দুর্ভোগে পড়েন।

রণধীর জয়সওয়াল বলেন,
“আমরা তো বাংলাদেশে ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, উল্লেখযোগ্যসংখ্যক ভিসা দেওয়া হচ্ছে। যেমন—ভ্রমণ, চিকিৎসা, শিক্ষার মতো বিভিন্ন প্রয়োজনে আমরা ভিসা দিয়ে আসছি।”

তবে সাম্প্রতিক মাসগুলোতে ঠিক কতসংখ্যক ভিসা প্রদান করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা দিতে পারেননি তিনি। জানান, “সঠিক সংখ্যাটি পরে জানাতে হবে, আমাকে জেনে বলতে হবে।”

এ সময় এক সাংবাদিক গোপালগঞ্জে এনসিপির সহিংস সমাবেশ ও চলমান কারফিউ নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।
তিনি শুধু বলেন,
“আমাদের অঞ্চলে যেকোনো ঘটনার দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।”

সূত্র: এএনআই, বিবিসি বাংলা.

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ