20 C
Dhaka
Thursday, January 15, 2026

বেঁচে আছেন ইমরান খান, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার: পিটিআই নেতা

advertisment
- Advertisement -spot_img

ইমরান খানের মৃত্যুর গুজব অস্বীকার করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনেটর খুররম জিশান জানিয়েছেন—প্রাক্তন প্রধানমন্ত্রী এখনো বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারেই বন্দী রয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) পাকিস্তান থেকে ভারতের সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে তাকে দেশ ছাড়তে চাপ দেওয়ার কৌশল হিসেবে।

খুররম জিশান অভিযোগ করে বলেন, “সরকার ইমরান খানের জনপ্রিয়তা দেখে ভীত ও শঙ্কিত। সেই কারণে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দেওয়া হচ্ছে না।”

এই সপ্তাহের শুরুতে আফগানিস্তান থেকে কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গুজব ছড়ায় যে, রাওয়ালপিন্ডির কারাগারে ইমরান খানকে হত্যা করা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও গত এক মাস ধরে ইমরানের পরিবারকে দেখা করতে না দেওয়ায় গুজব আরও জোরালো হয়।

সিনেটর জিশান বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে তাকে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে। তার পরিবার, আইনজীবী, এমনকি দলের জ্যেষ্ঠ নেতাদেরও দেখা করতে দেওয়া হয়নি। এটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। মনে হচ্ছে তারা তাকে জোর করে কোনো কিছুতে বাধ্য করতে চাইছে।”

তিনি আরও বলেন, “গত কয়েকদিন ধরে আমাদের নিশ্চিত করা হয়েছে—তিনি বেঁচে আছেন এবং আদিয়ালা জেলেই রয়েছেন। তিনি ঠিক আছেন।”

ইমরান খানের সঙ্গে সরকারের সম্ভাব্য “চুক্তি” নিয়ে জানতে চাইলে খুররম জিশান জানান, তাকে দেশ ছেড়ে চলে গিয়ে চুপ থাকতে বলা হয়েছে।

তার ভাষায়, “সরকার ইমরান খানের সঙ্গে একটি চুক্তি করতে চাইছে—তাকে দেশ ছাড়তে বলছে। এমনকি বিদেশে গেলে এবং চুপ থাকলে তাকে ছাড় দেওয়ার প্রস্তাবও দিয়েছে। কিন্তু ইমরান খান কখনোই এতে রাজি হবেন না। তিনি যে ধরনের নেতা, তিনি এ ধরনের প্রস্তাব গ্রহণ করবেন না।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ