15 C
Dhaka
Saturday, January 17, 2026

ইসরায়েলকে ১৭.৯ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র

advertisment
- Advertisement -spot_img

ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান শুরুর পর থেকে ইসরায়েলকে অন্তত ১৭.৯ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। ব্রাউন ইউনিভার্সিটির “কস্টস অব ওয়ার” প্রকল্পের জন্য তৈরি করা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

হামাসের নেতৃত্বে ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আক্রমণের ঠিক এক বছর পরে এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড’স স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আবারও পূর্ণ করার কাজে এবং বন্দুক ও জেট জ্বালানির জন্য নগদ অর্থ খরচ করার লক্ষ্যে মোট সামরিক সহায়তার ৮ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একই সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের জন্য অতিরিক্ত ৪.৮৬ বিলিয়ন ডলারের তহবিল সরবরাহ করা হয়েছে। গাজার মানুষদের প্রতি সমর্থন জানিয়ে ইয়মেনভিত্তিক হুথি গোষ্ঠীর চালানো আক্রমণ প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের খরচ চালাতে এ তহবিল সরবরাহ করা হয়।

হার্ভার্ডের জন এফ. কেনেডি স্কুল অব গভর্নমেন্টের অধ্যাপক লিন্ডা জে. বিলমেস, যিনি ১১ সেপ্টেম্বরের হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধের খরচ বিশ্লেষণ করেছেন এবং গবেষক উইলিয়াম ডি. হারটাং ও স্টিফেন সেমলার প্রতিবেদনে উল্লেখ করা হিসাবগুলো তৈরি করেছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ