ভারতের কর্ণাটক হাইকোর্ট মন্তব্য করেছে যে মসজিদের ভেতরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না। একই সঙ্গে, এই স্লোগান দেওয়ার অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের দায়ের করা ফৌজদারি মামলাও আদালত বাতিল করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এই মামলায় বিচারপতি এম নাগপ্রসন্নের নেতৃত্বাধীন বেঞ্চের রায়ে উল্লেখ করা হয়, ‘জয় শ্রীরাম’ স্লোগান ধর্মীয় অনুভূতিতে কীভাবে আঘাত করে, তা বোঝা যাচ্ছে না।
আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ (ধর্মীয় অনুভূতিতে আঘাত) সহ আরও কিছু ধারায় মামলা করা হয়েছিল। তবে অভিযোগকারী নিজেই বলেছেন, হিন্দু ও মুসলমানরা ওই এলাকায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে, তাই এই অভিযোগের বিচার প্রক্রিয়া চালানো আইন ব্যবস্থার অপব্যবহার হবে বলে হাইকোর্ট মনে করেছে।
পুলিশ জানায়, অভিযুক্তরা ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাতে মসজিদের ভেতরে ঢুকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয় এবং হুমকি দেয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। মামলার শুনানিতে অভিযুক্তরা এসব অভিযোগ চ্যালেঞ্জ করলে আদালত তা বাতিল করে দেয়।
কর্ণাটক হাইকোর্ট রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্টের আদেশেরও উল্লেখ করেছে, যেখানে বলা হয়েছে, সব ধরনের কাজ আইপিসির ২৯৫এ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে না।


