26.1 C
Dhaka
Thursday, July 31, 2025

লোহিত সাগরে ইরান-সৌদি আরবের যৌথ নৌ-মহড়া

advertisment
- Advertisement -spot_img

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডের মধ্যে ইরান ও সৌদি আরব ওমান সাগরে একটি যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে। এএফপি সূত্রে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইরান জানিয়েছে, ভবিষ্যতে তারা লোহিত সাগরেও যৌথ মহড়া আয়োজন করবে। তেহরান টাইমস এবং টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, এই পরিকল্পনার ব্যাপারে দুই দেশের নৌবাহিনী আলোচনা করছে।

ইরান ও সৌদি আরব, দুই দেশের মধ্যে শিয়া ও সুন্নি মতাদর্শের কারণে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ২০১৬ সালে তারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। তবে গত বছর চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপিত হয়, যখন গাজায় ইসরায়েলের আগ্রাসনের সময় গণহত্যা শুরু হয়।

সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি জানান, সৌদি রাজকীয় নৌবাহিনী সম্প্রতি ওমান সাগরে ইরানসহ অন্যান্য দেশের সঙ্গে যৌথ মহড়া সম্পন্ন করেছে।

ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, সৌদি আরবের আহ্বানে লোহিত সাগরে যৌথ মহড়ার পরিকল্পনা চলছে এবং উভয় দেশের প্রতিনিধি দল এ বিষয়ে আলোচনা করছে।

সৌদি আরব ২০১৬ সালে একজন শিয়া ধর্মগুরুকে মৃত্যুদণ্ড দিলে ইরান তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। এছাড়া ২০১৫ সাল থেকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সাথে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধ চলছে।

তবে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের প্রেক্ষাপটে, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আবারও ঘনিষ্ঠ হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের আগ্রাসন বাড়লে এই দুই দেশ একসঙ্গে জোট গঠন করতে পারে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ