সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এবং হোয়াইট হাউস ত্যাগের স্মৃতিকে আফসোসের সুরে স্মরণ করেছেন। সেই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে কারচুপির অভিযোগও পুনরায় তুলে ধরেছেন তিনি।
গত রবিবার পেনসিলভেনিয়ার লিটিৎজ শহরের একটি প্রচারণা সভায় ট্রাম্প বলেন,, “ডেমোক্রেটিক পার্টি হলো একটি দুর্নীতি-কারচুপির মেশিন। ২০২০ সালের নির্বাচনে শুধু তাদের কারচুপির কারণে আমাদের পরাজিত হতে হয়েছিল।”
তিনি আরও বলেন, “আমার হোয়াইট হাউস ছাড়ার প্রয়োজন ছিল না। আসলে আমরা ভালোই করছিলাম। কিন্তু এক কারচুপির ফলাফল মেনে নিয়েছি, আর দেখলাম কীভাবে চার বছরে একটি মহান দেশ পিছিয়ে পড়ল।”
২০২০ সালের নির্বাচনে সাধারণ ভোট ও ইলেকটোরাল কলেজ উভয় ক্ষেত্রে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলাফল মেনে নিতে না পেরে তিনি ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলেন। ট্রাম্প ভোট পুনর্গণনা এবং ফলাফল পরিবর্তনের দাবি জানিয়ে আদালতে বেশ কয়েকটি মামলাও করেন।
এদিকে, ২০২১ সালের ৬ জানুয়ারি, বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসে অধিবেশন চলাকালে উগ্র ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালায়। এ ঘটনার উসকানি দেওয়ার অভিযোগে বাইডেন প্রশাসন ট্রাম্পের বিরুদ্ধে মামলাও করেছিল, যা পরবর্তীতে খারিজ হয়। ২০২২ সালে তার আনা অন্যান্য মামলাগুলোও আদালত খারিজ করে দেন।


