27 C
Dhaka
Saturday, January 17, 2026

ট্রাম্পের জয় ইউরোপীয় নিরাপত্তায় বড় প্রভাব ফেলবে

advertisment
- Advertisement -spot_img

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় ইউরোপের নিরাপত্তার জন্য বড় ধরনের পরিণতি ডেকে আনতে পারে। তবে তিনি এসব পরিণতি সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

৭ নভেম্বর বৃহস্পতিবার বুদাপেস্টে ইউরোপীয় নেতাদের এক সম্মেলনে যোগ দেয়ার আগে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। টাস্ক বলেন, মার্কিন নির্বাচন ইউরোপীয় নিরাপত্তা নীতির জন্য গুরুত্বপূর্ণ পরিণতি নিয়ে আসবে, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন।

তিনি আরও বলেন, অন্যান্য ইউরোপীয় নেতাদের কাছে তার প্রধান বার্তা হবে, ‘ট্রান্সঅ্যাটলান্টিক সম্পর্ক আরো দৃঢ় করা।’

পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতির দায়িত্বে থাকাকালীন তিনি ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক গড়ে তুলেছিলেন। তাকে তিনি একজন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করা অংশীদার হিসেবে বর্ণনা করেন, যিনি তার মিত্র ও শত্রু উভয়ের স্বার্থের প্রতি মনোযোগী।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, ইউরোপীয় নেতাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে জো বাইডেনের প্রেসিডেন্সির পরিবর্তন সত্ত্বেও। এর মানে হলো, ওয়াশিংটনে ইউক্রেন-রাশিয়া ইস্যু এবং নিরাপত্তা বিষয়ে নতুন ধরনের পদক্ষেপ নেয়া হতে পারে। তবে এ বিষয়ে সঠিক কোনো উত্তর দেয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশিরভাগ সদস্য দেশসহ ইউরোপের শীর্ষ নেতারা বুদাপেস্টে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যত নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ