34.8 C
Dhaka
Tuesday, April 29, 2025

লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

advertisment
- Advertisement -spot_img

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আসা নতুন এক লাখ ১৩ হাজারেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সোমবার এই অনুরোধ জানানো হয়।

রোহিঙ্গাদের সহায়তায় গঠিত সরকারি সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, “গত সপ্তাহে আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে ইউএনএইচসিআর। সেখানে নতুন করে মিয়ানমার থেকে উচ্ছেদ হয়ে বাংলাদেশে আসা প্রায় ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার আহ্বান জানানো হয়েছে।”

তিনি জানান, এই রোহিঙ্গাদের অনেকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে তাঁবু গেড়ে বসবাস করছেন, আবার কেউ কেউ আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুল, মসজিদ ও অন্যান্য স্থানে।

আনাদোলু এজেন্সি এক জাতীয় দৈনিকের বরাত দিয়ে জানিয়েছে, এই রোহিঙ্গারা ২৯ হাজার ৬০৭টি পরিবারের অন্তর্ভুক্ত। শুধু গত সপ্তাহেই নতুন করে এসেছে ১ হাজার ৪৪৮টি পরিবার। এদের প্রায় সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা এবং নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

কমিশনার মিজানুর রহমান বলেন, “ইউএনএইচসিআর তাদের সবাইকে ক্যাম্পে আশ্রয় দেওয়ার আহ্বান জানালেও আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। কারণ, বারবার নতুন রোহিঙ্গা ঢোকার ফলে পুনর্বাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠতে পারে।”

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইনে সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) একযোগে পুলিশের ওপর হামলা চালালে পাল্টা অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। সেই দমন-পীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের জন্য কক্সবাজারের কুতুপালংয়ে গড়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির।

বর্তমানে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা এই ক্যাম্পে অবস্থান করছেন। অন্যদিকে মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাতে রাখাইনের প্রায় সব অঞ্চলই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যা নতুন করে রোহিঙ্গা ঢলের আশঙ্কা বাড়াচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ