ভারতশাসিত কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে চরম উত্তেজনার মধ্যে পড়ে গেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এই উত্তপ্ত পরিস্থিতিতে রাজনৈতিক মতানৈক্য পেছনে রেখে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
দলটি জানিয়েছে, জাতীয় স্বার্থেই অবিলম্বে সর্বদলীয় সম্মেলন আয়োজন প্রয়োজন, যেখানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। সোমবার (২৮ এপ্রিল) পাকিস্তানের সিনেটে এই আহ্বান জানান পিটিআই-এর পার্লামেন্টারি নেতা সিনেটর আলী জাফর।
তিনি বলেন, “বর্তমান সময়ে দলীয় স্বার্থের চেয়ে দেশের স্বার্থ গুরুত্বপূর্ণ। ইমরান খান যদি এই সম্মেলনে অংশ নেন, তাহলে বিশ্ব দেখবে— পাকিস্তান ঐক্যবদ্ধ।”
সাম্প্রতিক পেহেলগাম হামলায় ২৬ জন বেসামরিক মানুষের মৃত্যুর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ভারত এই হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। জবাবে পাকিস্তানও আকাশসীমা বন্ধসহ সিমলা চুক্তি স্থগিত করে।
আলী জাফর বলেন, “ভারতের বর্তমান সরকার নাৎসি মানসিকতা বহন করছে। পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার, কিন্তু উল্টো দোষারোপ করা হচ্ছে আমাদের।”
পিটিআই মনে করছে, জাতীয় ঐক্য ছাড়া এই সংকট উত্তরণ সম্ভব নয়। দলটি ইমরান খানের মুক্তির মধ্য দিয়েই সেই ঐক্যের সূচনা দেখতে চায়।