28.1 C
Dhaka
Friday, May 16, 2025

পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র নিয়ে নেওয়া উচিত: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

advertisment
- Advertisement -spot_img

পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র সরিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) তত্ত্বাবধানে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১৫ মে) জম্মু ও কাশ্মীর সফরকালে তিনি এ মন্তব্য করেন।

কাশ্মীরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LoC) ও আন্তর্জাতিক সীমান্ত ঘুরে দেখে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন রাজনাথ সিং। সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর পর এটিই তার প্রথম কাশ্মীর সফর।

তিনি বলেন, “আমি বীর জওয়ানদের কাছে মাথা নত করি, যারা জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গ করেছেন। পেহেলগামে নিহত নিরপরাধ পর্যটকদের শ্রদ্ধা জানাই, আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করি।”

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আজ প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি গর্বিত। অপারেশন সিঁদুরে আপনারা যে ভূমিকা রেখেছেন, তা গোটা দেশবাসীর জন্য গর্বের বিষয়। একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান কতটা কঠোর তা উল্লেখ করে তিনি বলেন, “বিশ্ব এখন জানে আমাদের সেনাবাহিনী লক্ষ্যহীন কাজ করে না। আমরা কখনোই পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের পরোয়া করিনি।”

তিনি আরও বলেন, “পুরো বিশ্ব দেখেছে পাকিস্তান কীভাবে দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছে। আমি আজ শ্রীনগর থেকে বিশ্বকে প্রশ্ন করতে চাই— পারমাণবিক অস্ত্র কি এমন এক দায়িত্বজ্ঞানহীন, দুর্বৃত্ত রাষ্ট্রের হাতে নিরাপদ? আমার বিশ্বাস, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র IAEA-এর তত্ত্বাবধানে নেওয়া উচিত।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ