গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, যাদের একজনের বয়স মাত্র এক সপ্তাহ বলে জানা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান আগ্রাসনে এখন পর্যন্ত ৫৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা মঙ্গলবার গাজায় ১১৫টি হামলা চালিয়েছে, যেগুলো হামাসের লক্ষ্যবস্তুতে পরিচালিত বলে উল্লেখ করেছে। তবে বাস্তবে নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশু।
আন্তর্জাতিক চাপের মুখে সম্প্রতি সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দেওয়া হলেও তা গাজার মানবিক সংকট মোকাবেলায় যথেষ্ট নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা ‘ডক্টরস উইদআউট বর্ডার’। সংস্থাটি অভিযোগ করেছে, ইসরায়েল প্রকৃত সহায়তা না দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে।
উল্লেখ্য, জানুয়ারিতে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও মার্চের শুরু থেকে আবারও ইসরায়েলি বাহিনী গাজায় আগ্রাসন শুরু করে। প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর সোমবার থেকে কিছু ত্রাণ ট্রাক প্রবেশ করলেও তা এখনো সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল