25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

আফতাবনগরে চুরি করতে গিয়ে দেয়াল চাপা পড়ে কিশোরের মৃত্যু

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর আফতাবনগরে চুরি করতে গিয়ে দেয়াল চাপা পড়ে রমজান নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রাত আড়াইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত রমজানের বাড়ি শেরপুর জেলার সদর থানার পাকুরিয়া গ্রামে। সে খিলগাঁও থানার মৌলভীর টেক এলাকায় ভাড়া থাকত।

নিহতের খালা ফাতেমা বেগম বলেন, তার বাসা খিলগাঁও মৌলভীর টেক এলাকায়। এত রাতে ওখানে কী উদ্দেশ্যে গিয়েছিল, অবশ্যই সে চুরি করতে গিয়েছিল। কিন্তু সে চুরি করতে পারেনি, দেয়াল চাপা পড়ে আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়।

অন্যদিকে নিহত রমজানের মা হেনা বেগম ঢাকা মেডিকেলে এসে জানান, তার ছেলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারা গেছে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা উদঘাটন হয়।

এ বিষয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ বলেন, রাতে আফতাবনগরের ২ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বি ব্লকে নির্মাণাধীন ভবনে রড চুরি করতে যায় রমজান। এ সময় দেয়াল বেয়ে উঠতে গিয়ে দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয় সে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তারা বলেছিল সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু পরে আমরা তদন্ত করে জানতে পারি ওই কিশোর রড চুরি করতে গিয়ে দেয়াল চাপা পড়ে মারা যায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ