25.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

নানা বাড়িতে বেড়াতে এসে‘ধর্ষণচেষ্টার শিকার’ ৯ বছরের শিশু

advertisment
- Advertisement -spot_img

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা বাড়িতে বেড়াতে আসা ৯ বছরের এক শিশুর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত জহুর মোল্লা (৬০) কে পুলিশ দ্রুত গ্রেপ্তার করেছে।

ঘটনার বিবরণ

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় শিশুটির নানী মামলাটি দায়ের করেন। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

শিশুটির নানী জানান,
“আমার নাতনি যশোরের একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে। বাবা-মার সঙ্গে সেখানেই থাকে। গত ২৭ ফেব্রুয়ারি সে নানা বাড়িতে বেড়াতে আসে। কিন্তু বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলতে গেলে প্রতিবেশী জহুর মোল্লা তাকে জোর করে তুলে নিয়ে যায় এবং ভয়ঙ্কর হামলা চালায়।”

বালিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন,
“মামলা দায়েরের পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুর পরিবার দ্রুত বিচার দাবি করেছে। প্রশাসন আশ্বস্ত করেছে, অপরাধীকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ