26.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

advertisment
- Advertisement -spot_img

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। উপস্থিত শিক্ষার্থীরা ‘ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’—এমন নানা স্লোগানে মুখরিত করেন এলাকা।

প্রাথমিকভাবে শাহবাগ অবরোধের পরিকল্পনা থাকলেও রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে শিক্ষার্থীরা শুধু অবস্থান কর্মসূচি পালন করেন। তারা জানান, সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

এই আন্দোলনে অংশ নিয়েছেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা সিটি কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ মোট ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে শাহবাগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ