২০২৫ সালে এসে ২০১৩ সালের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ১১টা ৪৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি পরোক্ষভাবে দ্বিতীয় গণজাগরণ মঞ্চের সম্ভাব্য কার্যক্রমের প্রতি ইঙ্গিত করেন।
পোস্টে তিনি লেখেন, “২০২৫-এ এসে ২০১৩ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। সাবধান!”
এরপর, ভোর রাত ৪টা ২৪ মিনিটে আরেকটি পোস্টে তিনি শাহবাগ আন্দোলনের উত্থান ও তার নেতিবাচক প্রভাব নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি উল্লেখ করেন,
“শাহবাগ একদিনে গড়ে ওঠেনি, এবং একক কারও উদ্যোগেও এটি হয়নি। তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ ও ক্রীড়াবিদদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় শাহবাগ প্রতিষ্ঠিত হয়েছিল।”
জাতীয় নাগরিক পার্টির এই নেতা আরও লেখেন,
“শাহবাগ কেড়ে নিয়েছিল মানুষের বাকস্বাধীনতা, মৌলিক মানবাধিকার এবং স্বাধীনভাবে বাঁচার অধিকার। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যার মতো নানা অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ।”
তিনি স্পষ্টতই উল্লেখ করেন, “শাহবাগ প্রতিষ্ঠায় যারা সক্রিয় ভূমিকা রেখেছিল, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে বিগত পনেরো বছরে ফ্যাসিবাদ দৃঢ়মূল হয়েছে। তাদের মদদেই স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় টিকে ছিল।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে তিনি লেখেন,
“চব্বিশের গণঅভ্যুত্থানের পর আমরা বিগত পনেরো বছরের সব অন্যায়, দমন-পীড়ন, গুম, খুন ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই। আমরা বিশ্বাস করি, ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।”
পোস্টের শেষাংশে তিনি বলেন,
“জুলাইয়ের শহীদদের আদর্শ আমাদের চেতনাকে জাগ্রত রাখবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ—অতীতের সকল অন্যায় ও নিপীড়নের বিচার আমরা নিশ্চিত করব
সুত্রা২৪


