20 C
Dhaka
Friday, January 16, 2026

পলক ও দুই ছাত্রলীগ নেতা ফের রিমান্ডে

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

বুধবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুই ছাত্রলীগ নেতা হলেন—

  • সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির সূর্যসেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান
  • কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম

মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানিতে রিমান্ডের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধানমন্ডি থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রিয়াজ। তখন সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

পরবর্তীতে, ১০ সেপ্টেম্বর নিহত রিয়াজের মা শাফিয়া বেগম ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • ১৪ আগস্ট: খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। তিনি একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে রয়েছেন।
  • ১৮ ডিসেম্বর: ছাত্রলীগ নেতা সিয়াম রহমান-কে রাজধানীর আদাবর এবং আনোয়ার হোসেন নাঈম-কে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

বিচার ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ