26.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যার পেছনে ধর্ষণচেষ্টার অভিযোগ

advertisment
- Advertisement -spot_img

হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়ার হত্যার নেপথ্যে ধর্ষণচেষ্টার ঘটনা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, নাজিম হোসেন ও তার স্ত্রী রুপা বেগমকে চাকরির প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে আসতেন সাইফুর রহমান। নাজিমের অনুপস্থিতিতে রুপার সঙ্গে আপত্তিকর আচরণ ও শারীরিক স্পর্শ করতেন তিনি।

সবশেষে, গত ৯ মার্চ রাতে রুপাকে ধর্ষণের চেষ্টা করেন সাইফুর রহমান। এ সময় তার স্বামী নাজিম প্রতিবাদ করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে, নাজিম রান্নাঘর থেকে ধারালো দা এনে সাইফুর রহমানকে কুপিয়ে হত্যা করে এবং দম্পতি পালিয়ে যায়।

পরবর্তীতে, ১১ মার্চ ফরিদপুর রেলস্টেশন এলাকা থেকে নাজিম ও রুপাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—

  • দুটি মোবাইল ফোন
  • একটি চাবির রিং
  • একটি ব্যাংকের ভিসা কার্ড

পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে—

  • হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা ও ছুরি
  • রক্তমাখা জামা-কাপড় ও বিছানার চাদর

বুধবার (১২ মার্চ) দুপুরে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান,

  • ১০ মার্চ রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে সাইফুর রহমানকে তার ফ্ল্যাটে হত্যা করা হয়।
  • হত্যার পর দম্পতি দ্রুত পালিয়ে যায়, তবে গোপন সংবাদের ভিত্তিতে ১১ মার্চ ফরিদপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
  • রমজানের আগে কমলাপুর রেলস্টেশনে সাইফুর রহমানের সঙ্গে পরিচয় হয় নাজিম ও রুপার।
  • পরিচয়ের সুবাদে সাইফুর তাদের নিজের ফ্ল্যাটে নিয়ে আসেন।
  • পরবর্তীতে, তাদের জোরপূর্বক আটকে রেখে রুপাকে যৌন নির্যাতন শুরু করেন।
  • হত্যার রাতে এক বিছানায় ছিলেন সাইফুর, নাজিম ও রুপা।

সাইফুর রহমানের স্ত্রীর সঙ্গে তার কোনো পারিবারিক বিরোধ ছিল কি না, তা জানতে চাইলে ডিসি মহিদুল ইসলাম বলেন,
“এ বিষয়ে আমরা এখনও কোনো তথ্য পাইনি। তবে তদন্ত অব্যাহত আছে।”

এটি নিশ্চিতভাবে একটি হত্যা মামলা হিসেবে বিচার হবে বলে জানিয়েছে পুলিশ। তবে আদালতের বিচারপ্রক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী আত্মরক্ষার যুক্তি তুলে ধরতে পারেন, যা বিচারক বিবেচনা করবেন।

তদন্ত চলমান রয়েছে, এবং আসামিদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ