26.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

‘আমি প্রেসিডেন্ট, আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে হবে’

advertisment
- Advertisement -spot_img

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কাবীকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে পাঠানোর পর বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন

পুলিশ জানায়, এক কনটেন্ট ক্রিয়েটরকে হয়রানি ও মারধরের ঘটনায় শাওন কাবীর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাকে আটক করতে যায় পুলিশ। কিন্তু তাকে থানায় নিতে গেলে তিনি বলেন, ‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট, আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে হবে।’

এ ঘটনায় পুলিশকে গালমন্দ, হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

🔹 ১১ মার্চ রাতে এক ভিডিও মেকার নুর আলমের গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে
🔹 পরে শাওন কাবীসহ ৪-৫ জন তাকে আটক করে মারধর ও টাকা ছিনিয়ে নেয়
🔹 ভুক্তভোগী ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে যায়।
🔹 শাওন কাবী ও তার সহযোগীরা পুলিশকে ঘেরাও করে এবং বাধা দেয়
🔹 সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনা হয়।

পরিণতি

১২ মার্চ রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে
✅ আদালতে পাঠানো হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন
কেন্দ্রীয় ছাত্রদল তাকে সংগঠন থেকে বহিষ্কার করে

ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানিয়েছেন, শাওন কাবীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছাত্রদলও জানিয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ