বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু হয়েছে।
রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা শুরু হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান রায় পড়ে শোনাচ্ছেন।
এর আগে, ২৪ ফেব্রুয়ারি মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। শুনানি শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। গত বছরের অক্টোবর মাসে এ মামলার দ্রুত শুনানির উদ্যোগ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
সুত্রা২৪


