24 C
Dhaka
Friday, January 16, 2026

আবরার ফাহাদ হত্যা মামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল

advertisment
- Advertisement -spot_img

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশও বহাল রাখা হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা ও আবরার ফাহাদের পরিবারের সদস্যরাও আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, ২৪ ফেব্রুয়ারি এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। শুনানি শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। গত বছরের অক্টোবরে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন।

মাত্র ৩৭ দিনের তদন্ত শেষে, ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে চার্জশিট দাখিল করে। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।

২০২২ সালের ৬ জানুয়ারি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। আসামিরা আপিল করেন, যার শুনানি শেষে আজ এ রায় দেওয়া হলো।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ