18 C
Dhaka
Friday, January 16, 2026

রায়ে সন্তুষ্ট, দ্রুত কার্যকর চান আবরার ফাহাদের বাবা

advertisment
- Advertisement -spot_img

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “হাইকোর্টের রায়ে আমি সন্তুষ্ট। এখন আমি চাই, সব প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকর করা হোক।”

রোববার (১৬ মার্চ) রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

এর আগে, বহুল আলোচিত আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির সাজা বহাল রেখে হাইকোর্ট রায় দেন। একইসঙ্গে, ৫ আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রাখা হয়।

আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী মাসুদ হাসান চৌধুরী ও আজিজুর রহমান দুলু আদালতে উপস্থিত ছিলেন। আবরার ফাহাদের পরিবারের সদস্যরাও আদালত কক্ষে ছিলেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ