18 C
Dhaka
Friday, January 16, 2026

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক

advertisment
- Advertisement -spot_img

মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা ভুয়া টুর্নামেন্টের কাগজপত্র দেখিয়ে ও ক্রিকেটার সেজে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করছিল।

মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি জানিয়েছে, আটককৃতরা একটি জাল টুর্নামেন্টের কাগজ নিয়ে আসছিল, যাতে বলা হয়েছিল যে তারা পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে অংশ নিতে মালয়েশিয়ায় এসেছে। তবে বর্ডার কর্মকর্তারা কাগজপত্র যাচাই করে দেখতে পান, টুর্নামেন্টটি বাস্তবে কোথাও অনুষ্ঠিত হচ্ছে না।

অভিযুক্তরা আরও চেষ্টা করছিলো, একজন স্পন্সরকে গ্যারান্টর হিসেবে উপস্থাপন করতে, কিন্তু সেই স্পন্সর জানিয়ে দেন, তিনি কোনো ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কিছু জানেন না। পরে এটি স্পষ্ট হয় যে, তারা আসলে কোনো ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আসেনি, বরং অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল।

এই ঘটনায় তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং এখন তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ