18 C
Dhaka
Friday, January 16, 2026

রাজশাহীতে টেন্ডার বিতর্কে যুবদল-ছাত্রদলের মধ্যে সংঘর্ষ

advertisment
- Advertisement -spot_img

রাজশাহীতে বালুমহাল টেন্ডার জমা দেওয়ার পর যুবদল এবং ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। সংঘর্ষে একজন আহত হন, যার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে চারটি বালুমহাল ইজারার টেন্ডার জমা দেওয়ার শেষ দিন ছিল। টেন্ডার বাক্স সিলগালা করার সময় যুবদলের নেতা নাজির হাসান এবং ছাত্রদলের নেতা ফয়সাল আহমেদের অনুসারীরা টেন্ডার জমা দিতে গিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এ ঘটনায় হাতাহাতি শুরু হলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং লোকজন ছোটাছুটি করতে শুরু করে।

তবে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, এ ঘটনায় একজন আহত হয়েছেন এবং একটি পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ