গাজীপুরে ঈদের ছুটি ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানা জায়েন্ট নীটের শ্রমিকরা।
শনিবার (২২ মার্চ) সকালে গাজীপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন করেন। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
শ্রমিকদের অভিযোগ, ঈদের ছুটি ও বোনাসের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেও কোনো সিদ্ধান্ত পাননি। আজ সকালে কারখানায় এসে তারা দেখতে পান, কারখানা বন্ধ এবং গেটে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
গাজীপুর শিল্প পুলিশের এসআই ফারুক হোসেন জানান, গত বৃহস্পতিবারও একই দাবিতে শ্রমিকরা আন্দোলন করেছিলেন। এরপর কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়, যা শ্রমিকদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নেন।
বিক্ষোভরত শ্রমিকদের দাবি, তাদের ঈদের আগেই পাওনা পরিশোধ ও ছুটির নিশ্চয়তা দিতে হবে, না হলে তারা আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হবেন।
এ বিষয়ে জায়েন্ট নীট কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিকদের দাবির বিষয়ে সমাধানের চেষ্টা চলছে।


