নোয়াখালী সদর উপজেলার মান্নান নগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি ও সেলুনসহ ১৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
শনিবার (২২ মার্চ) রাত প্রায় পৌনে ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে:
শাহজাহানের কাপড়ের দোকান সততা স্টোর, আজাদের চায়ের দোকান, আলাউদ্দিনের মুরগির দোকান, খলিলের মুদি দোকান, চিটাং হোটেল, আজাদের মুদি দোকান, গণেশের সেলুন, হোরনের হোটেল, সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের চা ও ভ্যারাইটিজ স্টোর, বঙ্গবন্ধু স্মৃতি সংঘ, দুলাল বেপারীর মুদি দোকান, কালামের চায়ের দোকান, কাপড় বিতান, মুদি স্টোর, হাসেমের চায়ের দোকান এবং ফারুকের মুরগির দোকান।
স্থানীয় ব্যবসায়ী গিয়াস উদ্দিন মঞ্জু জানান, “রাত পৌনে ১টার দিকে দক্ষিণ বাজারে প্রধান সড়কের পশ্চিম পাশের হোরনের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। তবে আগুনের কারণ চুলা থেকে নাকি বৈদ্যুতিক শটসার্কিট, তা এখনো নিশ্চিত নয়।”
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, “মাইজদী ও সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের একটি হোটেল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৩০ মার্চ রমজান মাসে মান্নান নগর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে যায়।
সুত্রা২৪


