18 C
Dhaka
Friday, January 16, 2026

স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

advertisment
- Advertisement -spot_img

বরগুনার তালতলীতে স্ত্রীর সাথে অভিমান করে ইউসুফ মুন্সী (৪০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের কজিরখাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মুন্সী একই এলাকার আদম আলী মুন্সীর ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ মুন্সীর সন্দেহ ছিল তার স্ত্রী রাবেয়া বেগম পরকীয়া প্রেমে লিপ্ত। এই সন্দেহ থেকেই প্রায়ই তাদের মধ্যে ঝগড়া চলত। সর্বশেষ গতকাল রাতে এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। এরপর ইউসুফ মুন্সী নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার পর বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউসুফ মুন্সীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনমালিন্য হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।”

তিনি আরও জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ