20 C
Dhaka
Friday, January 16, 2026

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার, যুবক গ্রেফতার

advertisment
- Advertisement -spot_img

নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া গরু উদ্ধারের ঘটনায় জেলা পুলিশ বিএনপি নেতা মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করেছে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে ছোটন প্রামাণিক (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ মার্চ রাতে আত্রাই থানার নৈদিঘী গ্রাম থেকে ৮টি গরু চুরি হয়ে যায়। এরপর জেলা পুলিশ চুরির সাথে জড়িতদের ধরতে শুরু করে অভিযান। শনিবার (২২ মার্চ) পুলিশের বিশেষ দল ছোটন প্রামাণিককে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ১৩টি গরু উদ্ধার করা হয়। এর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার সংবাদ সম্মেলনে জানান, ছোটন প্রামাণিকের বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ রয়েছে এবং তিনি বিভিন্ন এলাকায় গরু চুরির মূল হোতা ছিলেন। তবে বিএনপি নেতাকে এখনো আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযানে আরও অনেকে জড়িত থাকার কথা জানা গেছে, এবং তাদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ