18 C
Dhaka
Friday, January 16, 2026

সন্দ্বীপবাসীর স্বপ্ন পূরণ: প্রথমবারের মতো চালু হলো ফেরি সার্ভিস

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌরুটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হলো ফেরি সার্ভিস। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ছয়জন উপদেষ্টা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক-ই-আজম, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার।

সন্দ্বীপের চার লাখ বাসিন্দার দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত এই ফেরি সেবা অতীতে বাস্তবায়িত হয়নি। তবে সন্দ্বীপের সন্তান উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের প্রচেষ্টায় অবশেষে এই স্বপ্ন বাস্তবায়িত হলো। নতুন এ সংযোগের ফলে এখন থেকে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি সরাসরি সন্দ্বীপে যাতায়াত করতে পারবে।

সন্দ্বীপের বাসিন্দা এহসানুল হক বলেন, “এবার সন্দ্বীপবাসীর ঈদ আনন্দ অন্য রকম হবে। এবার ব্যক্তিগত গাড়ি নিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা সম্ভব হবে, যা আগে কল্পনাও করা যেত না।”

এর আগে ১৯ মার্চ পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। ‘কপোতাক্ষ’ নামের ফেরিটি দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রী ও যানবাহন পরিবহন শুরু হলো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তত্ত্বাবধানে পরিচালিত এই ফেরিতে যাত্রীদের জন্য ১০০ টাকা, মোটরসাইকেলের জন্য ২০০ টাকা, ব্যক্তিগত গাড়ির জন্য ৯০০ টাকা এবং ট্রাকের জন্য ৩,৩৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ফেরিটি একবারে ৩৫টি যানবাহন ও ৬০০ জন যাত্রী পরিবহন করতে পারবে এবং প্রতিদিন চারটি ট্রিপ পরিচালনা করবে।

ফেরি সার্ভিসের পাশাপাশি ঢাকা-সন্দ্বীপ রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের এয়ারপোর্ট-সি বিচ-নিমতলা-নয়াবাজার-কুমিরা-বাঁশবাড়িয়া ফেরিঘাট-সন্দ্বীপ এনাম নাহার মোড় রুটেও এসি বাস সেবা শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ