18 C
Dhaka
Friday, January 16, 2026

পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের বিতর্কিত কমিটি স্থগিত

advertisment
- Advertisement -spot_img

সংবাদ প্রকাশের পর পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের নবগঠিত বিতর্কিত কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সোমবার (২৪ মার্চ) সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনা মেডিকেল কলেজ শাখার ঘোষিত কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।”

বিতর্কিত কমিটি গঠনের অভিযোগ

এর আগে, রোববার দুপুরে পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের ২২ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। তবে এই কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক নেতাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অভিযোগ ওঠে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদকসহ অন্তত ১১ জন নেতা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এ নিয়ে বিতর্ক শুরু হলে কেন্দ্রীয় ছাত্রদল দ্রুত পদক্ষেপ নিয়ে কমিটি স্থগিত করে।

নবনির্বাচিত ছাত্রদল সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ বলেন, “আমি কখনো ছাত্রলীগ করিনি। তবে তৎকালীন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের অনুমতি ছাড়াই নাম অন্তর্ভুক্ত করেছিলেন।”

অন্যদিকে, নবগঠিত কমিটির সভাপতি সাগর মাহমুদ জানান, “আমাদের অনেকের নাম ছাত্রলীগের আগের হল কমিটিতে থাকলেও, আমরা জুলাই আন্দোলনের সময় পদত্যাগ করেছি এবং এর স্বপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে।”

বিতর্কিত কমিটি গঠনের বিষয়ে জানতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

এই স্থগিতাদেশের ফলে পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় ছাত্রদল পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেয়।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ